সেন্সরে দেওয়ার এক যুগ পর মান্নার ছবি!

অবশেষে মুক্তি পাচ্ছে প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ চলচ্চিত্র। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না। যাওয়ার আগে তিনি অভিনয় করছিলেন ‘জীবন যন্ত্রণা’ নামের একটি ছবির। তখন অবশ্য এটির নাম ছিল ‘লীলামন্থন’। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির।

সেন্সরে দেওয়ার এক যুগ পর মান্নার ছবি!
অবশেষে মুক্তি পাচ্ছে প্রয়াত নায়ক মান্না অভিনীত শেষ চলচ্চিত্র। ২০০৮ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না। যাওয়ার আগে তিনি অভিনয় করছিলেন ‘জীবন যন্ত্রণা’ নামের একটি ছবির। তখন অবশ্য এটির নাম ছিল ‘লীলামন্থন’। কিন্তু সেন্সর বোর্ডের আপত্তির কারণে পরে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই ছবির।
জানা গেছে, মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার ছবিটি মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি। কিন্তু দীর্ঘ প্রতীক্ষার পর মান্না ভক্তদের জন্য সুখবর - চলতি বছরের ১৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। চলতি বিজয় দিবস উপলক্ষ্যে প্রেক্ষাগৃহে আসছে মান্না অভিনীত এই ছবিটি। এটি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা জাহিদ হোসেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে নির্মিত ছবি এটি। তাই মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি দেওয়া হবে।
নায়ক মান্নার মৃত্যুর এত দিন পর ছবি মুক্তি দেওয়ার কারণ জানাতে গিয়ে ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, লীলামন্থন নাম দিয়ে ছবিটির নির্মাণ কাজ শুরু করেছিলাম। ওই নামে ২০১১ সালে সেন্সরে জমা দিই। নাম নিয়ে সেন্সর বোর্ডের আপত্তির কারণে ছাড়পত্র পেতে দেরি হয়। নানা জটিলতায় এরপর সিনেমাটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি। করোনার কারণেও মুক্তি পিছিয়ে যায়। আমি মনে করি, এই সময়ে তারকাবহুল সিনেমাটির আবেদনও অনেকটাই কমে গেছে। সিনেমাটি মুক্তি দিলেও হয়তো লোকসান হবে। এরপরও এটি মুক্তি দিতে চাই। মান্নাভক্ত ও সাধারণ দর্শক অপেক্ষায় আছেন সিনেমাটির জন্য।’
২০১১ সালে সেন্সরে জমা পড়লেও ছবিটি ছাড়পত্র পায় এক দশক পর ২০২১ সালে। ছবিটির পরিচালক জাহিদ হোসেন জানান, সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় হন তিনি। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহিদ হওয়ার দৃশ্যধারণ করা হয়। মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন।
মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগরসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow